গণভোট নিয়ে একপেশে সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসা উচিত বলে মন্তব্য

গণভোট ইস্যুতে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত: মুজিবুর রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়

গণভোট নিয়ে একপেশে সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সে  ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুইপক্ষের মধ্যে আলোচনা না করে একপাক্ষিক ভাবে সমাধান করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। সরকার এখনই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশে অচল অবস্থার তৈরি হতে পারে। এমনটা হলে এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন না হবার শঙ্কা রয়েছে। সুপারিশ বাস্তবায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সংস্কার কাজে সবার আগে দেশের শ্রমিকদের গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯