রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান নামে এক যুবক মারা গেছে।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া

রাজধানীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৩ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৩ সময়

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান নামে এক যুবক মারা গেছে।


আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত অলিউর ফেনী জেলার পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। রাজধানীর ফকিরাপুল ১ নম্বর গলিতে ভাড়া থাকতেন এবং ইন্টারনেট সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।


নিহতের সহকর্মী সূত্রে জানা যায়, দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন অলিউর। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯