বিতর্কের মুখে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে এম ইসফাক আহসানকে সরিয়ে

আ.লীগ সংশ্লিষ্টতায় ইসফাক আহসানকে সরিয়ে দিলো এনএসসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময় , আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়

বিতর্কের মুখে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে এম ইসফাক আহসানকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।


তিনি বলেন, ‘বিসিবির নতুন বিতর্কিত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনএসসির। নতুন পরিচালকের নাম ঘোষণা আসবে মঙ্গলবার।’


বিসিবির পরিচালনা পরিষদের ২৫ জন পরিচালকের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক নেয়া হয় ২ জন। সোমবার (৬ অক্টোবর) নির্বাচনে বিজয়ীদের সঙ্গে ঘোষণা করা হয় মনোনীত ২ জনের নাম। তবে এই নাম ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক।


ইসফাককে পরিচালক মনোনয়ন দেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড উঠে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী সরকারের বড় নেতা ছিলেন ইসফাক। তিনি যুবলীগের সদস্য, চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯