ঢাকা | |

৪ দফা দাবিতে বরিশালে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ প্রদানসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৪২ সময়
৪ দফা দাবিতে বরিশালে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : সংগৃহীত
কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ প্রদানসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বরিশালের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

তাদের ৪ দফা দাবী সমূহ হলো, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ্ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই ও বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন তৃনমুল পর্যায়ের স্বাস্থ্য সেবা পৌছানোর লক্ষ্যে ১৯৭৩ সালে প্রস্তাবিত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নামের মধ্যম মানের ডিপ্লোমা চিকিৎসক তৈরি করা হয়। বর্তমানে সরকারি ১১ ষটি ম্যাটস এবং ২০০ বেসরকারি ম্যাটস এ ডিপ্লোমা মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কোর্সটি পড়ানো হলেও নিয়োগ মেলেনি একযুগ হয়ে গেছে, উচ্চশিক্ষার কথা বঙ্গবন্ধুর ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় থাকলেও আজো অধরা, এই গুলোকে সামনে রেখে সমগ্র বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থী গত ১৬ আগস্ট থেকে ক্লাস বর্জন করছে।

শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলনে সুধী সমাজ একাত্মতা পোষণ করলেও এখন পর্যন্ত মেলেনি কিংবা হয়নি কোনো সুরাহা। দেশব্যাপী আন্দোলন এর অংশ হিসেবে বরিশালের সকল ম্যাটস শিক্ষার্থী জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিও প্রদান করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী আকাশ জানান, মৌলিক অধিকার গুলোর একটি শিক্ষা হলেও গত ১৯৭৩ সালে উচ্চশিক্ষা প্রস্তাবিত হলেও আদৌ আজো বাস্তবায়ন হয়নি বরং নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ১ বছরের ইন্টার্নশীপ বাতিল করে ডিপ্লোমা কারিকুলাম প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয়।

এ সময় সকল সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুতি জানান তাদের বিরুদ্ধে এই হঠকারিতা বন্ধ করে ৪ দফা দাবী বাস্তবায়ন করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

মধ্য রাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা