ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তাদের স্যাংশন দেবে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করবে দুবাই বাংলাদেশে ভিসা বিধিনিষেধ প্রয়োগ শুরু করল যুক্তরাষ্ট্র আজ শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি আজকের নামাজের সময়সূচি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোরচক্রের তিনজন আটক চাঁদপুরে ডেঙ্গু মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : ফখরুল ইবি ছাত্রলীগ সম্পাদককে জড়িয়ে ’ভিত্তিহীন বক্তব্য’ প্রত্যাহারের দাবি জলবায়ু সংকট এড়াতে বৃহত্তর অর্থনীতির দেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী

গোলবন্যায় চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু বার্সেলোনার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগের দুই আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের দারুণ ফুটবল
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২৩ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২৩ সময়
গোলবন্যায় চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু বার্সেলোনার ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগের দুই আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের দারুণ ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বার্সার কোচ জাভি হার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স জোড়া গোলের দেখা পেয়েছেন। একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি এবং গাভি। বাকি গোলটি ছিল আত্মঘাতী।

ঘরের মাঠে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে শুরু থেকেই আক্রমণে ব্যস্ত রাখে বার্সেলোনা। ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন ফেলিক্স। জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানের পাস থেকে কাতালানদের ১-০ তে এগিয়ে দেন ফেলিক্স। ৮ মিনিট পরে এবার স্কোরশিটে নাম লেখান পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বার্সার গোল। এবার আত্মঘাতী গোলে ৩-০ তে লিড পায় বার্সা।

প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুদল। বিরতি থেকে ফিরার কিছু সময়ের ব্যবধানে ৪-০ করেন মিডফিল্ডার গাভি। লেভার অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড তরুণ। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার অ্যাসিস্টে হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা। এদিন চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার সুযোগও পেয়েও কাজে লাগাতে পারেননি লামিনে ইয়ামাল। তবে বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয়ে দুর্দান্ত ভাবে মৌসুম শুরু করল বার্সেলোনা।

রাতের আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে ইতালিয়ান ক্লাব লাৎসিও। ম্যাচের ২৯ মিনিটে স্প্যানিশ ক্লাবটিকে গোল করে এগিয়ে পাবলো বারিওস। অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মাথায় অর্থাৎ ৯৫ মিনিটের সময় লাৎসিওর গোলকিপার সমতায় ফেরান। লুইস আলবার্তোর ক্রসে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান গোলকিপার ইভান প্রোভেডেল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা যোগ দিলেন বাইডেনের রাজসিক ভোজসভায়

শেখ হাসিনা যোগ দিলেন বাইডেনের রাজসিক ভোজসভায়