ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল রাজধানীর কড়াইল বস্তিতে আগুন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩ দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায়: উপদেষ্টা ফরিদা আখতার ঘরে বসেই যেভাবে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ মোবাইল সিম-ইন্টারনেট নিয়ে দুর্ভোগ সমাধানের চেষ্টা চলছে: বিটিআরসি

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় ৪ জনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। এ নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তিনি।

এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন।

পাশাপাশি, এ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা