ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল রাজধানীর কড়াইল বস্তিতে আগুন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩ দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায়: উপদেষ্টা ফরিদা আখতার ঘরে বসেই যেভাবে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ মোবাইল সিম-ইন্টারনেট নিয়ে দুর্ভোগ সমাধানের চেষ্টা চলছে: বিটিআরসি

ঢাকা ও থিম্পুর মধ্যে দুই সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (২২ নভেম্বর)
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৯ সময়
ঢাকা ও থিম্পুর মধ্যে দুই সমঝোতা স্মারক সই ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্মারকগুলো সই হয়।


দুই সমঝোতা স্মারকের মধ্যে​প্রথমটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এবং অপরটি ভুটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে। এতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান সই করেন।


এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান। পরে ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


এরপর বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রধান করা হয়। পরে বিমানবন্দর থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। এ সময় বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিসৌধ চত্বরে একটি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তোবগে। সাভার থেকে ফিরে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা