ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই: মির্জা ফখরুল রাজধানীর কড়াইল বস্তিতে আগুন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৩ দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায়: উপদেষ্টা ফরিদা আখতার ঘরে বসেই যেভাবে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ মোবাইল সিম-ইন্টারনেট নিয়ে দুর্ভোগ সমাধানের চেষ্টা চলছে: বিটিআরসি

মানিকগঞ্জে দুর্বৃত্তের ছোড়া ককটেলে ২ রিকশাচালক আহত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই রিকশাচালক। রোববার দিবাগত রাত পৌনে
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৮ সময়
মানিকগঞ্জে দুর্বৃত্তের ছোড়া ককটেলে ২ রিকশাচালক আহত ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই রিকশাচালক। রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিক অদম্য একাত্তর ভার্স্কয এবং পৌর সুপার মার্কেটের সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।


আহত রিকশাচালক সাগর হোসেন (১৭) এবং নবীর হোসেনকে (৫২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।


মানিকগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ওমর ফারুক জানান, রাত ৯ সাড়ে টার দিকে রাতে খাবার খাওয়ার জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি


হোটেলে যাচ্ছিলাম। এরপর পায়ে হেঁটে বাসস্ট্যান্ডের অদম্য ৭১’র ভাস্কর্যের সামনে যাওয়া মাত্রই আমার পিছনে রিকশা পার্কিয়ের ওখানে বিকট শব্দ হয়। পরে দৌড়িয়ে


গিয়ে দেখি ককটেলের আঘাতে আহত হয়ে দুজন রিকশা চালক মাটিতে পড়ে আছে। এরপর আশপাশের লোকজন ও টহল পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করি।


আহত নবীর হোসেন জানান, রিকশা নিয়ে ফুটওভার ব্রিজের নিচে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলাম। এসময় ব্যাগ হাতে নিয়ে একটি লোক আসেন এবং আমার রিকশার কাছে আসতেই ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ককটেলের আঘাতে আমার পায়ে জখম হয়েছে। পরে আশপাশের লোকজন ও পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


এর পরপরই বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান,খবর পেয়ে বাসস্ট্যান্ডে দায়িত্ব থাকা টহল পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা