ঢাকা | |

পে স্কেল কার্যকর নিয়ে মিলল চরম অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্তের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। পে কমিশনের সদস্যরা বিভিন্ন সমিতির প্রস্তাব
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫ সময়
পে স্কেল কার্যকর নিয়ে মিলল চরম অনিশ্চয়তা ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্তের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। পে কমিশনের সদস্যরা বিভিন্ন সমিতির প্রস্তাব ও দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।

তবে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত হলেও এর কার্যকারিতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচন ও বাজেট ঘাটতির বাস্তব চাপে এই সরকারের মেয়াদে নতুন পে-স্কেল কার্যকর করা সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, পে কমিশনের এই উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের ওপর ঠেলে দিতে পারে।

তিনি বলেন, ‘পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে। আমার যেটা মনে হয় এখন যে সরকার আছে মানে অন্তবর্তীকালীন সরকার। এখন যে আমাদের আর্থিক কাঠামো আছে, ব্যাংকিং কিংবা আর্থিক কাঠামো আছে।

সেখানে রেভিনিউ কালেকশনের একটা ব্যাপার রয়েছে। আমি যদি সবগুলো থেকে বিবেচনা করি। তাহলে দেখা যাবে এই সরকারের পক্ষে পে স্কেল বাস্তবায়ন করা কঠিন হবে। দেশের ইন্ডেকেটর গুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন হবে।

এটি নিয়ে যে কমিশন রয়েছে কমিশন স্টেক হোল্ডারের সঙ্গে বসে কাজ করছে। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কমিশনের কাছে মতামত জানাচ্ছে। প্রাইভেট সেক্টর মতামত ও দাবিগুলো জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে পে কমিশন এটি তো বাস্তবায়ন করবে না। সরকারই এটা বাস্তবায়ন করবে।

এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কশিমশেনের কাছে বেতন বৃদ্বির প্রস্তাব ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ করা হচ্ছে। কোথাও কোথাও বলা হচ্ছে ১০০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। কোথাও কোথাও বাড়িয়ে বলা হচ্ছে। আমার মতামত হলো এই প্রস্তাব বর্তমান সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। নতুন যে সরকার আসবে তার ওপর এটার চাপ পড়বে।’

পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আশাবাদী যে, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ জমা দিতে পারব।’ এদিকে নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, কমিশনের কাজ শেষ হলেও নির্বাচন ও বিশাল আর্থিক চাপের কারণে নতুন পে-স্কেল এই সরকারের মেয়াদে কার্যকর হওয়া অনিশ্চিত

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ