চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত জাহান বক্সের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক(অপারেশন) হোসেন আলী সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালান।
আছমানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন