ঢাকা | |

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আসমান গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আসমান গ্রেফতার ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত জাহান বক্সের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক(অপারেশন) হোসেন আলী সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালান। 

আছমানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন,   গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ