ঢাকা | |

বাংলাদেশের সুখবর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে

ডালাসের মতো নিউইয়র্কের সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৬ সময়
বাংলাদেশের সুখবর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ছবি : সংগৃহীত
ডালাসের মতো নিউইয়র্কের সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ দল অনুশীলন সেরে নিল মূল ভেন্যু থেকে ১৫ মিনিটের দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে। অনুশীলনে একটা স্বস্তির খবরও মিলল বাংলাদেশের।

এ নিউইয়র্কেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনুশীলনের চোট পেয়েছিলেন শরীফুল ইসলাম। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসারের বাঁ হাতেই সেলাই পড়েছিল ছয়টি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারেননি। তবে আজ নিউইয়র্কের অনুশীলনে শরীফুলকে দেখা গেল বোলিং করতে।

অনুশীলনে শরীফুলকে স্বচ্ছন্দেই বোলিং করতে দেখা গেল। নেটে উপস্থিত চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন বাঁহাতি পেসারকে। তবে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলের খেলার সম্ভাবনা কিছুটা কমই বলা যায়। সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে যতই বলুন, কন্ডিশন-উইকেট দেখে একাদশ সাজাবেন; শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর তানজিম সাকিবকে নিয়েই পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আজকের অনুশীলনে উল্লিখিত তিন পেসারই ছিলেন বিশ্রামে। 

অনুশীলনে পুরো দল অবশ্য আসেনি। ঝালিয়ে নিতে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা এসেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
দেশে করোনার প্রভাব ঊর্ধ্বমুখী, সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান

দেশে করোনার প্রভাব ঊর্ধ্বমুখী, সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান