মাদারীপুরের রাজৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণার উদ্দেশে জনসংযোগ করলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), ইডেন কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইলেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ প্রচারণা চালান।
এসময় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, রাজৈর পৌর বিএনপির সবেক আহবায়ক শেখ জাকির হোসেনসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড, পাঁচ তলার মোড়, কাঁচাবাজার, ব্যাংকগলি, মিল্কভিটা সড়ক ও মহাজনপট্টিতে জনসংযোগ করেন।