ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২৪-২৫ সেশনের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং রুমে বন্দী করে রাখে স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক। অভিযোগ শুনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শেরে বাংলা থানার ওসিকে ঘটনাস্থলে নিয়ে যান এবং হোস্টেল পরিচালককে আটক করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০ টায় তেঁজগাও কলেজের পাশে অবস্থিত স্বপনিবাস হোস্টেলের এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান যে, হোস্টেল তার একজন গেস্ট আসে তার সাথে দেখা করার জন্য, সেটা জানার পর হোস্টেল পরিচালক অতিরিক্ত ১০০০ টাকা দাবি করেন এবং তার গায়ে হাত তোলেন। যার ফলে তিনি সেন্সলেস হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে তখনও বাঁধা দেয় হোস্টেল পরিচালক।
অভিযোগ শুনার পর শেরেবাংলা নগর থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে যান এবং মহিলাকে গ্রেফতারের দাবি জানান জিয়া হলের ভিপি, সূর্যসেনের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক সহ আরও কয়েকজন ঢাবি শিক্ষার্থী। পরে তাদের দাবির প্রেক্ষিতে হোস্টেল পরিচালককে আটক করে শেরেবাংলা থানা পুলিশ।