ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে: মির্জা ফখরুল বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত, আহত ২ রেজিস্ট্রেশনে নাম থাকলেও টিকা দেওয়া হচ্ছে না কেন্দ্রে, বিড়ম্বনায় অভিভাবকরা শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ ৪ দফা দাবিতে চলছে এমপিত্তভুক্ত শিক্ষকদের কর্মবিরতি সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে স্থায়ী বহিষ্কার আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায়, সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১৩ অক্টোবর) সকাল থেকেই
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:০ সময়
সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি ছবি : সংগৃহীত

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায়, সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১৩ অক্টোবর) সকাল থেকেই রাজশাহী, জামালপুর, খুলনা, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন স্থানে এই প্রতিষেধক দেওয়া হচ্ছে।


মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দিচ্ছে। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিষ্ট্রেশন করা যাচ্ছে। ১২ থেকে ৩০ অক্টোবর, নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর টিকা দেয়া যাবে কমিউনিটি ক্লিনিকে।


টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। এই নিবন্ধন অব্যাহত আছে। যেসব শিশুর জন্মসনদ নেই বা জন্মনিবন্ধন হয়নি, তাদের জন্যও টিকার নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই কর্মসূচিতে ব্যবহৃত টিকাটি সরবরাহ করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট, আর সরকারের পক্ষ থেকে তা পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভি–র সহায়তায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যেখানে বিএনপির মাঠ ভালো, সেখানে বিষোদগার করা হচ্ছে’

‘যেখানে বিএনপির মাঠ ভালো, সেখানে বিষোদগার করা হচ্ছে’