ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক গায়িকা মৈথিলী ঠাকুর লকডাউন প্রদানকারী আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে: এ্যানি মহেশপুর সীমান্তে দালালসহ ৭ বাংলাদেশি আটক ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব সম্প্রচারে ‘নোয়াখালী এক্সপ্রেস’, লক্ষ্য ৫০০ পর্ব 'যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলে তাদের পেছনে জনগণ নেই' ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের মামলায় গ্রেফতার ২২ পাবনার আটঘরিয়া ভাতিজার হাতে ফুপু খুন, আসামি গ্রেফতার নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রায়কে ঘিরে চুপ থাকবে না আ. লীগ, প্রতিহত করাই প্রধান চ্যালেঞ্জ— বিশ্লেষকদের ধারণা

ছেলের জবানবন্দিতে বাবাকে হত্যার রোমহর্ষক বর্ণনা

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে ফারুক (২৭) হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
ছেলের জবানবন্দিতে বাবাকে হত্যার রোমহর্ষক বর্ণনা ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার ঘটনায় ছেলে ফারুক (২৭) হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) মাদারীপুর সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দিতে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন মো. ফারুক (২৭)। রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

মৃত মতিউর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার হারিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, মতিউর ও তার ছেলে ফারুক কাজের সন্ধানে মাদারীপুর জেলার শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামে এসে রসুন বপনের কাজ নেন। গত রবিবার রাতে বাবা-ছেলে রাতের খাবার শেষে একসঙ্গে একই বিছানায় ঘুমাতে যান।

রাত ১০টার পর বিছানায় শুয়ে ছেলে ফারুকের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন বাবা মতিউর। পরে রাত সোয়া ১২টার দিকে ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকে ঘুমন্ত বাবার মুখে কোদাল দিয়ে কোপ মারেন। যন্ত্রণায় ছটফট করতে থাকলে মৃত্যু নিশ্চিত করতে মুখ, মাথা আর বুকসহ এলোপাতাড়ি কোপাতে থাকেন। মাত্র আড়াই মিনিটে সর্বমোট ১৭টি কোপ দেন।

মতিউরের মৃত্যু নিশ্চিত হলে তার মরদেহের পাশে বসেই বিড়ি ধরিয়ে টানতে থাকেন ফারুক।

তিনি আরো জানান, শব্দ পেয়ে পাশের ঘর থেকে বাড়ির মালিকের ছেলে ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মতিউরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এসময় বাড়ির মালিক শিবচর থানায় ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল, ফারুকের রক্তাক্ত জামা-কাপড়সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।

মৃতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মতিউরের স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে তার ছেলেকে আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিজের দোষ স্বীকার করে বিচারকের কাছে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়া শেষে ফারুককে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান