নির্বাচন ঘিরে যারা শঙ্কার কথা বলে, তাদের পেছনে জনগণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোনো বিকল্প নাই।
শনিবার (১৫ নভেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফ্রেব্রুয়ারির মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে। নির্বাচনের সাথে গণভোট দিয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কী?
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতা করছে- এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর কোন দেশ আছে যে রাজনৈতিক বিভেদ থাকে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তো প্রতিবাদ হচ্ছে। তাহলে তার ফলাফল কোথায় হবে, ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত।
এসময় মুশফিকুর রহমান আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন