নোয়াখালী অঞ্চল ও ভাষা নিয়ে অসংখ্য নাটক হয়েছে, তবে এবারই প্রথম হলো দীর্ঘ ধারাবাহিক। তাই নয়, এবারই প্রথম নোয়াখালী নিয়ে মানুষদের ভেতরে ও বাইরে যে ফ্যান্টাসি রয়েছে, সেটি উঠে এসেছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই দীর্ঘ ধারাবাহিকের মাধ্যমে।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই বিশেষ টিভি সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে আজ (১৫ নভেম্বর) থেকে সপ্তাহে চারদিন।
এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে ছিলেন নির্মাতা অরণ্য আনোয়ার, অভিনেতা সুজাত শিমুল, আমিন আজাদসহ অনেকেই।
ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, নোয়াখালী অঞ্চলকে হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোক কথা এই ধারাবাহিকের মূল বিষয়। যেমন চাঁদে সত্যিকার অর্থে নোয়াখালীর বুড়ি বসবাস করে বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে এটা ইউরোপের মতো সমৃদ্ধ দেশ হতে পারতো। ইত্যাদি বিভিন্ন কাল্পনিক বিষয় এই ধারাবাহিকে এসে বাস্তবতার রূপ নিয়েছে। এই ধারাবাহিকে একটি নভোযান দেখানো হয়েছে। যেই নভোযানের নাম নোয়াখালী এক্সপ্রেস। বৃহত্তর নোয়াখালীর চারপাশের সীমানা বহুদূর বিস্তৃত। অথচ আশপাশের জেলা চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ভোলা এমনকি ভরতের ত্রিপুরাতেও রয়েছে নোয়াখালী অনেক সম্পত্তি। নোয়াখালীর মানুষদের মনে বয়ে চলা এসব লোককথাই নাটকটির উপজীব্য হয়ে উঠেছে।
নোয়াখালী এক্সপ্রেস’র মাধ্যমে নাট্যকার-পরিচালক অরণ্য আনোয়ার ছয় বছর পর টিভি সিরিজে ফিরছেন। এর আগে সর্বশেষ ২০১৯ সালে প্রচার হয়েছিল ৩১২ পর্বের ধারাবাহিক ‘ফুল এইচ ডি’।
এই সময়ের এক ঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’। পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই নাটকে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস প্রমুখ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন