ঢাকা | |

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা আটক, লালমনিরহাটে গ্রেফতার ৯

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।বুধবার
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা আটক, লালমনিরহাটে গ্রেফতার ৯ ছবি : সংগৃহীত

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে গাজীপুর সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় স্থানীয় জনতা ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

এদিকে, লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।' ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের নামে রয়েছে একাধিক মামলা। আজ সকালে তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ