ঢাকা | |

ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে এ সংক্রান্ত বিল।

বুধবার (১২ নভেম্বর) ২২২-২০৯ ভোটে পাস হয় বিলটি। ডেমোক্রেটদলীয় ৬ আইনপ্রণেতা অবস্থান নেন বিলটির পক্ষে। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই অবসান ঘটবে ৪৩ দিনের এই শাটডাউনের। 

এর আগে, গত সোমবার সরকারি তহবিলের অর্থের যোগান দিতে সিনেটে পাস হয় বিলটি। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো পুনরায় সম্পূর্ণরূপে চালু হবে। 

উল্লেখ্য, দীর্ঘ শাটডাউনের ফলে দেশটির লাখ লাখ সরকারি কর্মীর বেতন আটকে রয়েছে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরকারি সেবা। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ