ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালেশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আর আহত তৌকির আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে ও জিহাদ হোসেন পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জ সুমন হোসেন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যায়। আহত হয় অপর মোটরসাইকেল দুই আরোহী। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সুমনের মৃত্যু হয়। আহত দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন