চট্টগ্রামের কোতোয়ালীতে মোবাইল মেকানিক আকাশ হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার (১৫ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার (চান্দগাঁও) তাওহিদুল ইসলাম।
তিনি বলেন, আকাশ ঘোষকে হত্যার পরপরই সানি দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। এরপর নিজের মামার বাড়িতে আত্মগোপনে ছিলো সে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে সানি ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে মোবাইলে ডিসপ্লে পরিবর্তনের পনেরশো টাকা পেতো আকাশ। পাওনা টাকার জন্য চাপ দেয়ায় গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে ডেকে এনে সানি তাকে হত্যা করে।
এদিকে, এই ঘটনায় গতকাল রাতে কোতোয়ালী থানায় মামলা করেন নিহত আকাশের বাবা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন