রাজধানী নিকেতন থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। সোসাইটির একটি বাসার গ্যারেজ থেকে সাপটি উদ্ধার করে সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে বাসার নিরাপত্তা রক্ষী সাপটি দেখতে পান। এরপরই বাড়ি মালিককে খবর দেয়া হলে তিনি নিকেতন সোসাইটিকে খবর দেন। সোসাইটি থেকে ট্রিপল নাইনের মাধ্যমে বনবিভাগের সহায়তা নেয়া হয়।
বনবিভাগ নির্দেশনায় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে।
উদ্ধারকর্মী আদনান জানান, এটি বিষাক্ত গোখরা সাপ; পাশের খাল থেকে আসতে পারে বলে ধারণা তার। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।