সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে জিরানীবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার মধ্যরাতে হঠাৎ জিরানীবাজার এলাকার একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ডিইপিজেড ও কাশিমপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের ১৬টি দোকান পুড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।