বাসের যাত্রীর সাথে চালক-হেল্পারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই ছেড়ে যায়নি দূর পাল্লার কোন বাস। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও।
এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে। আবার অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন।
এর আগে, গত শুক্রবার নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধের দাবি জানায় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা।
পরে ইউনাইটেড পরিবহনের সেই বাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এরই প্রতিবাদে এই বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।