২০২৫ সালে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৬৬ জন। পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৮৯ জন, যার হার ৮১.৮৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলামের কক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন। বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন। সে হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৯৩ জন।
এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে ২০২৫ সালের বরিশালে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছেন।
গতবার শূণ্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যা ছিল শূন্য। শতভাগ পাস করেছে দুইটি কলেজের শিক্ষার্থীরা তবে গত বছর এইচএসসির ফলাফলে শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিল ২১টি। পাশের হারের দিকে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। অংশগ্রহণকৃত শিক্ষার্থীর ৫২ দশমিক ৬০ ভাগ ছেলে শিক্ষার্থী পাস করেছে ৭১.৪১ ভাগ ছেলে শিক্ষার্থী পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, ‘জিপিএ ৫ ও পাশের হার কমেছে এ কথা সত্য। এখানে মেধার মূল্যায়ন করা হয়েছে।’