ঢাকা | |

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। স্বাস্থ্য ও
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ ছবি : সংগৃহীত

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থাকবেন।


এদিকে, এখন পর্যন্ত টাইফয়েড টিকা নিতে ১ কোটি ৬৮ লাখ মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতেও রেজিষ্ট্রেশন করা যাবে। আজ রোববার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া যাবে।


মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স