জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি মো. বেলাল হোসাইনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সদস্য ও প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকা-কে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ তোলা হয়।
এর আগে, বুধবার দুদক মামলার আসামি বেলাল হোসাইন চৌধুরীকে তার দফতর বদল করে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এই কর্মকর্তাকে তার বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দুই যুগেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির ফাইল খোলা হলেও, প্রতিবারই দায়মুক্তি পেয়েছেন বেলাল হোসাইন। সবশেষ ২০২২ সালে তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকি অভিযোগের অনুসন্ধানও মাঝপথে থেমে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তারপরও ১৯ সেপ্টেম্বর সরকারি সফরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যান বেলাল।