ঢাকা | |

আদরের ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে থানায় মায়ের অভিযোগ

মাদকাসক্ত ছেলে রবিউল আলমের ওপর অতিষ্ঠ হয়ে আইনের দারস্থ হয়েছেন তার মা পারুল বেগম। গতকাল বুধবার (৮ অক্টোবর)
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩১ সময়
আদরের ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে থানায় মায়ের অভিযোগ ছবি : সংগৃহীত

মাদকাসক্ত ছেলে রবিউল আলমের ওপর অতিষ্ঠ হয়ে আইনের দারস্থ হয়েছেন তার মা পারুল বেগম। গতকাল বুধবার (৮ অক্টোবর) চাঁদপুরের হাজীগঞ্জ থানাতে ছেলেকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।


থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিউলকে খুঁজছে পুলিশ। রবিউল উপজেলার ৪ নম্বর কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর সংলগ্ন বটতলা বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।

মা পারুল বেগম কালের কণ্ঠকে বলেন, ‘দুই সন্তানের মধ্যে ছোট আর আদরের সন্তান রবিউল। কবে সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর হয়ে ওঠে তা অনেক পরে বুঝতে পারি। সে এখন নিয়মিত মাদক বিক্রি ও মাদক গ্রহণ করে। এ নিয়ে তাকে বারবার সতর্ক করা হলেও সে উল্টা আমাদের মারধরের চেষ্টা করে।


তিনি আরো বলেন, ‘সে ইতিমধ্যে নিজেদের দুধের গাভিসহ ঘরের বহু মালামাল চুরি করে বিক্রি করে ফেলেছে মাদকের টাকার জন্য। তাকে নিয়ে রীতিমতো আমরা এখন আতঙ্কিত হয়ে পড়েছি, যে কারণে আইনের আশ্রয়ে নিয়েছি।’


হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ‘রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স