পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নাম প্রিয়জিত দাশ। তিনি গণিত বিভাগের ২০১৯-২০ গণিত বিভাগের শিক্ষার্থী। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ ওসমান ফারহান।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তেরা মেরা রিশতা কেয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।’
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের আগেই প্রিয়জিত দাশ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তিনি সেটা প্রকাশ করেননি। প্রিয়জিত দাশের বন্ধু সাব্বির ইফতেখার সাকিব বলেন, ‘প্রিয়জিত ২০২৪ সালের ৩১ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেটা প্রকাশ্যে আসেনি। এখন সিদ্ধান্ত হয়েছে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি প্রকাশ করার।’
এ বিষয়টি প্রিয়জিত দাশ নিজেও নিশ্চিত করেছেন।
তবে তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নিজের মধ্যে কোনো পরিবর্তন তাকে ইসলামের দিকে নিয়ে এসেছেন এসব বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।