ঢাকা | |

মিরপুরের আগুন সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে: কাজী নজমুজ্জামান

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫২ সময়
মিরপুরের আগুন সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে: কাজী নজমুজ্জামান ছবি : সংগৃহীত

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন সম্পূর্ণ নিভাতে আরো সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে চারটি স্প্রেডারে পানি দেয়া হচ্ছে, যাতে ভেতরের কেমিক্যাল বের হয়ে আসে।


এগুলো অত্যন্ত বিষাক্ত জানিয়ে তিনি আরও বলেন, ভেতরে ব্লিচিং পাউডার, সোডা অ্যাশসহ আরও অনেক কেমিক্যাল আছে, যা সময় সময় বিস্ফোরিত হচ্ছে। এ কারণেই অগ্নিনির্বাপণে সময় বেশি লাগছে। পুরো ঘটনাস্থল বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছে।


এছাড়া ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। তাই আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।


এদিকে আজও সকাল থেকেই ঘটনাস্থল দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তাদেরকে সতর্ক করে মাইকিং করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে।


কারণ, রাসায়নিক গুদামে বিভিন্ন ‘টক্সিক গ্যাস’ তৈরি হয়েছে। এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন