জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন বিগত তিনবারের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে নির্বাচনে যারা বিশেষ দলের পক্ষে কাজ করেছে, তারা এখন পালিয়েছে। বর্তমানে নির্বাচনের দায়িত্বরতদের বিরুদ্ধে সেরকম অভিযোগ আসলে তারাও পালানোর পথও পাবে না।
তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়িপাল্লায় ভোট দেয়ার শপথ করেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন