ঢাকা | |

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।


সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার কিছু পর সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। 


শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা। অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  


এর আগে গেলো ২৬ মার্চ সাত কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়। 


শিক্ষার্থীরা জানান, এত দিনেও সেই ঘোষণার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হয়েছ। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে দাবি করে তারা আরও জানান, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা বা কারও কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তারা না আসলে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, তার দায় শিক্ষার্থীরা নেবে না। 


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সাহায্য করবে তারা। তাদের দাবি পূরণের প্রক্রিয়া চলমান। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স