ঢাকা | |

বকেয়া বেতনসহ ১০ দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৫ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৫ সময়
বকেয়া বেতনসহ ১০ দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ভালুকা বাঘরাপাড়া এলাকায় শেফার্ড টেক্সটাইল নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 


পুলিশ ও আন্দোলনকারী শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটির শ্রমিকরা এখনো গত সেপ্টেম্বর মাসের বেতন পাননি। সোমবার কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৩ অক্টোবর পরিশোধ করা হবে বলে জানায়।


এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা আজই (সোমবার) বকেয়া বেতন দাবি করেন। একপর্যায়ে ১০ দাবিতে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন তারা। 

শ্রমিকদের দাবিগুলো হলো গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করা, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ, আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা, ওভারটাইমের হার আগের মতোই ৬৮ শতাংশ রাখা,  হাজিরা বোনাস এক হাজার টাকা করা, টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা, প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা ওভারটাইম দেওয়া, অবসর নেওয়ার পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ,  শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার ৪১৭ টাকা নির্ধারণ এবং প্রতিবছর ন্যূনতম ১০ শতাংশ হারে বেতন বাড়ানো।


 

এদিকে, শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। খবর পেয়ে থানা, শিল্প, হাউওয়ে পুলিশ ও সেনা সদস্যারা ঘটনাস্থলে যায়। একপর্যায়ে  আগামী ২০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা সকাল ১১টার দিকে মহাসড়ক ছেড়ে যান।


পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক নেতারা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।


এ ব্যাপারে শেফার্ড গ্রুপের জিএম মোখলেছুর রহমান বলেন, আমরা প্রতি মাসের ১০ তারিখের মাঝে শ্রমিকদের বেতন দিয়ে থাকি। চলতি মাসের বেতন ২৩ তারিখ দেওয়া হবে বলে ঘোষণা দিলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে, চলতি মাসের ২০ তারিখের মাঝে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেন।


 

শিল্প পুলিশ ৫-এর পুলিশের এসপি মো. ফরহাদ হোসেন খান বলেন, কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৩ অক্টোবর পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে অবরোধ করেন। পরে মিল কর্তৃপক্ষ আগামী ২০ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিলে কাজে ফিরে যান শ্রমিকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স