ঢাকা | |

এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, ফল পুনঃনিরীক্ষণের আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, ফল পুনঃনিরীক্ষণের আবেদন ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; যেটা এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। 


আর এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) দেওয়া শিক্ষার্থীদের ওপরও। বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তার।


তবে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই টাইগ্রেস পেসার। 

বাকি সব বিষয়ে উত্তীর্ণ হলেও, ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন তারা।


 

তাই এই মুহূর্তে বলা যায়, নিরীক্ষার জন্য ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল।


এ ছাড়া ছেলে ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪.২৫ জিপিএ পেয়েছে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট। চোটের সঙ্গে লড়াইয়ে থাকা পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও কৃতকার্য হয়েছেন।


বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন। যেখানে পাসের হার ৯৪.২৩ শতাংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আশুলিয়ায় গভীর রাতে আগুনে পুড়লো ১৬টি দোকান

আশুলিয়ায় গভীর রাতে আগুনে পুড়লো ১৬টি দোকান