গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।
খবরে বলা হয়, খান ইউনিসের বানি সুআইলা এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপে এক ব্যক্তি নিহত হন। অন্য ব্যক্তি দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হন এবং আজ তার মৃত্যু হয়।
এর আগে জানা গিয়েছিল, আজ সকালে বানি সুআইলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে একটি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া সংবাদ সংস্থা ওয়াফাকে জানিয়েছেন, আজ সকালে ইসরায়েলি সেনারা গ্রামটি ঘেরাও করে এবং ওয়াজিহ মুসা আবু আলিয়ার নির্মাণাধীন দুইতলা বাড়িটি ভেঙে ফেলে। বাড়িটি অনুমতি ছাড়া নির্মাণ করা হচ্ছিল বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।
আল জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে দেখেছে, যেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা একটি এক্সকাভেটর ব্যবহার করে ভবনটি ধ্বংস করছে।