অবশেষে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে তাকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান পান্ত। দীর্ঘ পুনর্বাসন শেষে সম্প্রতি ভারত এ দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে মাঠে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যাট হাতে খেলেন ৯০ রানের এক ইনিংস। এই ইনিংস দিয়েই দলের জয় নিশ্চিত করেন তিনি।
সেই পারফরম্যান্সই তার ফিটনেসের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে নির্বাচকদের চোখে। যা তাকে আবারও ফিরিয়ে এনেছে মূল স্কোয়াডে।
তবে পান্তের ফেরায় বাদ পড়েছেন আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্কোয়াডে থাকা নারায়ণ জগদীশন। বোলিং বিভাগেও এসেছে একটি পরিবর্তন। আকাশ দীপ ফিরেছেন প্রাসিদ্ধ কৃষ্ণার জায়গায়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন