বিপিএলের গত মৌসুমে খেলোয়াড় হিসেবে অংশ নিলেও এবার বদলাতে যাচ্ছে ইমরুল কায়েসের ভূমিকা। নতুন আসরের বিপিএলে তার অভিষেক হচ্ছে কোচ হিসেবে।
বিপিএলের নতুন মৌসুমের প্রস্তুতি চলছে। আস্তে আস্তে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে শুরু করেছে।
এবারের বিপিএলে সিলেট দলটি নতুন নাম নিয়ে মাঠে নামবে। ‘সিলেট টাইটানস’ হবে তাদের নতুন পরিচয়। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই কিছু প্রথমিক পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে একাধিক খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছে। নতুন চেহারায় এসেছে তাদের ড্রেসিংরুমও।
সিলেট টাইটানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে চলেছেন সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে আসছেন সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন কিমসলি রব।
দলটির স্কোয়াডও শক্তিশালী হচ্ছে, এরই মধ্যে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিশ্চিত হয়েছেন সিলেট টাইটানসের সদস্য হিসেবে। মিরাজকেই দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের দায়িত্ব।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন