ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সম্প্রচারে ‘নোয়াখালী এক্সপ্রেস’, লক্ষ্য ৫০০ পর্ব 'যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলে তাদের পেছনে জনগণ নেই' ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের মামলায় গ্রেফতার ২২ পাবনার আটঘরিয়া ভাতিজার হাতে ফুপু খুন, আসামি গ্রেফতার নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রায়কে ঘিরে চুপ থাকবে না আ. লীগ, প্রতিহত করাই প্রধান চ্যালেঞ্জ— বিশ্লেষকদের ধারণা ভোটে দলবিরোধী কার্যকলাপ, বহিষ্কার হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দেশে উদ্ভাবন ও উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন: জ্বালানি উপদেষ্টা ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু গণভোট ইস্যুতে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত: মুজিবুর রহমান

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা ছবি : সংগৃহীত

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। এদের সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার।

নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে। 

আখতার আহমেদ বলেন, এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলী করা হবে।

সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক  কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। 

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, দলকানা কর্মকর্তাদের বাদ দেয়া উচিত। আবার অনেকে চাকরি করার কারণে এই কাজ করেছে। কারণ নির্বাচনকালীন দায়িত্ব সাংবিধানিক। এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে সৎ ও দক্ষদের দায়িত্ব দেয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ আগের ভোটে দায়িত্ব পালন করাও হতে পারে।  

এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন বিশেষজ্ঞ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান