উন্নত দেশের মতো বাংলাদেশেও উদ্ভাবন ও উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন— এমনটাই মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, চাকরির বাজারে টিকে থাকতে শুধু সার্টিফিকেটই নয়, বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা থাকাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অন্যান্য পেশার মতো রাজনীতিকেও একটি পেশা হিসেবে দেখা দরকার। ঘুষ-চাঁদাবাজি নয় বরং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা উচিত।
এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, টেকসই উন্নয়নের জন্য, ক্ষুদ্র শিল্পেও অর্থায়ণ আর প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন