শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়কালে পাঁচ ক্রেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা করে তাদের মাছসহ আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ নদীতে ইলিশমাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে বলবৎ থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল।
তাদের ঠেকাতে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকা থেকে ২০ কেজি ইলিশ মাছসহ ৫ জন ক্রেতাকে আটক করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। তবে তাদের কিছু জাল নদীর পাড় থেকে জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও আটককৃতদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়কালে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে জব্দকরা মাছ, দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময়, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।