মানিকগঞ্জে পৃথক স্থানে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
পুলিশ আরও জানায়, সোমবার সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকা সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।
অপরদিকে, সোমবার সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত রোজিনা আক্তার (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোজিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।
এছাড়া, সাটুরিয়া উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) নামে এক শ্রমিক নিহত হন বলে জানিয়েছে সাটুরিয়া থানা পুলিশ।
নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।