ঢাকা | |

'এতোদিন ফলাফল ভালো দেখিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে'

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতোদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪১ সময়
'এতোদিন ফলাফল ভালো দেখিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে' ছবি : সংগৃহীত

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতোদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। ফলাফল কেন খারাপ হলো, তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।


এর আগে, এদিন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।


২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। আর জিপিএ ৫ কমেছে প্রায় ৭৮ হাজার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আশুলিয়ায় গভীর রাতে আগুনে পুড়লো ১৬টি দোকান

আশুলিয়ায় গভীর রাতে আগুনে পুড়লো ১৬টি দোকান