খুলনার বিভাগীয় সমাবেশে যোগদিতে আসা হাজার হাজার নেতাকর্মী নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়েছেন।
নির্ঘুম রাত্রিযাপন শেষে আজ ২২ অক্টোবর, ২০২২ দুপুর ২:০০ ঘঠিকায় অনুষ্ঠিয় খুলনা বিভাগীয় মহা সমাবেশে অংশগ্রহন করবেন হাজার হাজার নেতাকর্মী।
বেশির ভাগ নেতা–কর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতা–কর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেকেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে সকালের নাশতা দেওয়া হচ্ছে।
খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে বেলা দুইটায় এ গণসমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশস্থলে পৌঁছাতে পথেও নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ সমাবেশে আসা নেতা–কর্মীদের।
খুলনা মহানগরীর বসুপাড়া এলাকা থেকে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।