ঢাকা | |

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতির
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ২০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম আলী এ বিষয়ে তথ্য প্রদান করেন। তিনি জানান, তাদের দৃঢ় বিশ্বাস, কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর ফায়ার ডিটেকশন এবং প্রটেকশন সিস্টেম না থাকা কর্তৃপক্ষের বড় ধরনের অবহেলা।

কার্গো ভিলেজে মূলত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা হালকা যন্ত্রপাতি, ইলেকট্রনিক পণ্য, কাঁচামাল, অ্যাক্সেসরিজ ও নমুনা আমদানি ও রপ্তানি করেন। এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলোও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পার্সেল আদান-প্রদান করে থাকে।

ফার্মাসিউটিক্যালস শিল্পের উদ্যোক্তারা এই স্থানে কাঁচামাল এবং অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ রপ্তানি করেন। এছাড়া শাকসবজি, ফলমূল, হিমায়িত খাদ্য এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরাও এখানে নির্ভরশীল। এই ধরনের পণ্যসমূহ খুবই সংবেদনশীল, সময়মতো পৌঁছাতে না পারলে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। ফলে, কার্গো ভিলেজে নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে রপ্তানি শিল্পে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে

শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে