কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপুর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আহ্বায়ক কামরুজ্জামান দিপুকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাবিব মিয়াজি এ তথ্য জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে পরে কথা বলব।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও মনিকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়ার অনুসারীরা দিপুর ওপর হামলা চালিয়েছে।
অভিযুক্ত আতাউর রহমান ভূঁইয়া বলেন, হামলার বিষয়ে আমি কিছু জানি না। তবে গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। এটি আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, আমরা বসে এর সমাধান করব।
সংবাদে এটি না আনলেই ভালো হয়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।