ঢাকা | |

বাংলা একাডেমিতে অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে-২০২৫ উদযাপন

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) আয়োজনে সফলভাবে উদযাপিত হয়েছে অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে-২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২০ সময়
বাংলা একাডেমিতে অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে-২০২৫ উদযাপন ছবি : সংগৃহীত

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) আয়োজনে সফলভাবে উদযাপিত হয়েছে অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে-২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার বাংলা একাডেমিতে ‘মার্কেটিং ওয়েলবিং’কে প্রতিপাদ্য নিয়ে মার্কেটিং, সেলস পেশাজীবী, করপোরেট নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এই দিবসটি উদযাপন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী।


মার্কেটিং ডেতে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ফ্লাগশিপ ইভেন্ট হিসেবে আয়োজিত হয়। যেখানে মার্কেটিং পেশাজীবীদের অসামান্য অবদানকে সম্মান জানানো হয় এবং ব্যাবসায়িক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সমসাময়িক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মার্কেটিংয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে মূল্যবান ধারণা প্রদান করে। 


মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (MIB) শিক্ষা, নেটওয়ার্কিং এবং পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মার্কেটিং পেশাকে আরও এগিয়ে নিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


অনুষ্ঠানটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে

শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে