ঢাকা | |

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন

চলতি বছরের ডিসেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৬ সময়
মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে  মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে সামরিক শাসন শুরু হয়। তবে, এ নির্বাচনকে প্রহসন হিসেবে দেখছেন সমালোচকরা। খবর, রয়টার্সের।


প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের আসন্ন নির্বাচনে কোনো পর্যবেক্ষক প্রেরণের পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এ নির্বাচন থেকে কোনো বিশ্বাসযোগ্য ফলাফল আসার সম্ভাবনা খুবই কম বলেও মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাসজা ওলোংগ্রেন।


তিনি বলেন, ডিসেম্বরের শেষের দিকে মিয়ানমার সরকার কর্তৃক পরিকল্পিত নির্বাচন তদারকি করতে পর্যবেক্ষক পাঠাবে না।


এমনকি অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামরিক শাসন সমর্থিত নির্বাচন বলেও আখ্যা দেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে

শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে