বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘নারী হলেন শক্তির প্রতীক। যার মনোবল ও সাহস সমাজকে বদলে দেয়। নারীদের কর্মব্যবস্থা হলো সমাজের অগ্রগতির চাবিকাঠি।’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জের কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূঁইয়া দিপু বলেন, ‘নারী ও শিশুরা হলো সমাজের অংশ। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করব। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা টাকা নিয়ে বৈধ গ্যাস দেয়নি। আমার রূপগঞ্জের মা-বোনেরা গ্যাসের জন্য কষ্ট করছে।
বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ বৈধ গ্যাস দেব।’
সমাবেশে কাঞ্চন মহিলা দলের সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পীর সভাপতিত্বে বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেত্রীরা বক্তব্য দেন।