ঢাকা | |

২০২৭ বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয়
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
২০২৭ বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়াটয় শুরু হবে ম্যাচটি।


এই সিরিজ দিয়ে দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ আফগানিস্তান সিরিজে তানজিদ তামিম ভালো করতে পারেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে সাইফের সঙ্গে সৌম্যকেই দেখা যেতে পারে।


সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিজেদের রীতিমতো হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার আগে লঙ্কানদের কাছেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও হোয়াইটওয়াশ হওয়া—সব মিলিয়ে ওয়ানডে যেন বাংলাদেশের জন্য বিভীষিকার ফরম্যাটে পরিণত হয়েছে।


উল্লেখ্য, আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে

শাহজালাল বিমান বন্দরে এখনও ধোঁয়া উড়ছে